নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইতনপুর কিন্ডারগার্ডেন স্কুলমাঠে যুবলীগের উদ্যোগে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মি সভায় চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইন্তাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘বর্তমান সরকার অসহায় হতদরিদ্রদের জন্য জমিসহ গৃহনির্মাণ করে দিয়েছে। যা ইতোপূর্বে কোন সরকার করেনি। পদ্মা সেতু উদ্ধোধনের ফলে দেশের চেহারা পাল্টা গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। যুবলীগের নেতাকর্মীদের এসব উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরও সেই স্বপ্ন দেখতে হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, বিএনপি-জামাত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে জনগণের অধিকার অর্থাৎ জনগণের জান-মালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙ্গা জবাব আপনারা রাজপথেই পাবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা আপনাদের মত আদর্শহীন রাজনীতি করে না, আমাদের নেতা-কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে।
কর্মি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বকর সিদ্দিক আরিফ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল, আব্দুল আলীম ফটিক যুবলীগ নেতা পীরুমিয়া, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, পদ্মবিল্লা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা রামিম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, সুমন ও ছাত্রলীগের সাবেক গ্রন্থনা প্রকাশনা উপ সম্পাদক শেখা আনোয়ার। অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম মল্লিক, মুনজুর রহমান, ইমরান হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর, বুলবুল, আনিস, রায়হান, রনি বিশ্বাস, শিমুল, যুবলীগ নেতা ইউসুফ মহুরী, আকরামুল হক, ইকরামুল হক, হায়দার আলী, জহুরুল ইসলাম, হোসেন আলী, জিনারুল ইসলাম, সুজন মেম্বর, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন, রফিক রহমান, আশাবুল হক, নুর ইসলাম, আকরামুল হক, আব্দুর রহিম, বুরহান উদ্দিন, জনি মিয়া, কামরুজ্জামান, জুয়ের রানা, মিনারুল ইসলাম, আবুল কালাম আজাদ, হাসান, লিফটন, সজীব, সজল, কবির, আকাশ, মাহফুজ, রাশেদুল, আশা, ইমরান, হাসিব, আসিফ ইকবাল, তামিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন যুবলীগনেতা সাইদুর রহমান।