নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরে ও কুষ্টিয়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। অভিযানে চোরাই ৩টি ভ্যান ও বাইসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকার মুসাদ আলীর ছেলে আবু সাঈদ (৩২), গুলশানপাড়ার ইসমাইল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), দামুড়হুদার কার্পাসডাঙ্গার মৃত গোলাম রসুলের ছেলে নাসরুল্লাহ (৪১), মাগুরা জেলার স্টেডিয়াম পাড়ার সেলিম কাজীর ছেলে জাকারিয়া ওরফে জীবন (৩২), কুষ্টিয়া জেলার কাথুলিয়া গ্রামের শহিদ খানের ছেলে জামাল খাঁ ও যোগিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে পাখিভ্যান ও বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। সেসব চুরির ঘটনার সূত্র ধরে চুয়াডাঙ্গা শহর ও কুষ্টিয়ায় অভিযান চালায় সদর থানা পুলিশ। এ অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় জীবন, জামাল ও রবিউলকে। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় দুইটি চোরাই ভ্যান। আরেকটি অভিযানে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাঈদ, সাইফুল ও নাসরুল্লাহ্কে। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারী চালিত অটো ভ্যান এবং একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, প্রায় সময়ই শহরের বিভিন্ন স্থান থেকে ভ্যান ও বাইসাইকেল চুরি হওয়ার অভিযোগ পাওয়া যায়। সাধারণ প্রান্তিক খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের একমাত্র অবলম্বন হারিয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করে। এ অভিযোগের সূত্র ধরে চুয়াডাঙ্গা শহরে ও কুষ্টিয়ায় অভিযান চালানো হয়। অভিযানে ৬ চোর সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং চোরাই ভ্যান ও বাইসাইকেল উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।