জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা এলএসডি চত্বরে খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) তিথি মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মর্তুজা, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা প্রমূখ। এছাড়াও সাবেক পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জত মীর্জা, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম,যুবলীগ নেতা পল্লবসহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি রোরো মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা কেজি দরে মণপ্রতি ১২শ’ টাকা দরে লক্ষ্যমাত্রা ৫৪২ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে মিলারদের নিকট থেকে প্রতি মণ চাল ১হাজার ৭৬০ টাকা দরে মোট লক্ষ্যমাত্রা ৭হাজার ১৬২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।