নাটুদহ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে কোরবানির ছাগল চুরি করতে এসে জনগণের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন চোর। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ছাগল চোর শাহিন মিয়া (৩৫) দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের দলিল উদ্দীনের ছেলে।
ছাগল মালিক মাসুম বলেন, আমার এই ছাগলটা ১ বছর ধরে কোরবানির জন্য রেখেছি। সব সময় চোখ চোখ করে রাখে পরিবারের লোকজন। ছাগলটার এখন বাজার মূল্য আনুমানিক ২০ হাজার টাকার মতো। কিন্তু ছাগলটি কোরবানি আসার আগেই তা চুরি হতে যাচ্ছিলো। যেভাবেই হোক জনগণ ছাগলটি উদ্ধার করে দিয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ জানায়।
দামুড়হুদা ইউপি সদস্য সুমন আলী জানান, আমি জোহরের নামাজ পড়ে আমার বেড রুমে শুয়ে ছিলাম হঠাৎ সিসিটিভির ফুটেজে দেখতে পেলাম একটি অপরিচিত মানুষ আমার গেটের বাইরে ঘুরাফেরা করছে। পাশে কোরবানির ছাগলটি দাঁড়িয়ে রয়েছে। ছাগল চোর এদিক-ওদিকে তাকিয়ে নিজস্ব মোটরসাইকেলে তুলে নিয়ে চট করে পালালো। তাড়াহুড়া করে উঠে আমিও মোটরসাইকেল যোগে চোরের পিছন পিছন দ্রুত গতিতে ছুটতে থাকি। কিছু সময় পর জুড়ানপুর কয়লা খালি ব্রিজের বাঁকে মুখে পাকা রাস্তার উপর হাতেনাতে ধরি। সেখান থেকে চোরের ব্যবহারকারী ডায়াং মোটরসাইকেলসহ ছাগল ও চোর উদ্ধার করে বদনপুর গ্রামে নিয়ে আসি। একপর্যায়ে অসংখ্য লোকজন জড়ো হলে গণধোলাই এর স্বীকার হতে হয় ছাগল চোরের। এরপর স্থানীয়রা চোরকে দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেন।