নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘যুবলীগ কিছু পাওয়ার জন্য রাজনীতি করে না, আমাদের রাজনীতি জনগণের জন্য। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাই। সম্প্রতি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছিলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। যুবলীগের মধ্যে কোনো গ্রুপিং চলবে না। যারা গ্রুপিং করবেন, ঐক্য বিনষ্ট করবেন তাদের যুবলীগ করার অধিকার নেই। কোনো ভাইয়ের বা ব্যক্তির নির্দেশে নয়, যুবলীগ চলবে শেখ হাসিনার নির্দেশে।’ ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জাফরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইনসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরুমিয়া, শেখ শাহী , যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম ,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ ,ছাত্রলীগের সাবেক নেতা রাম হোসেন সৈকত ,আতাউর রহমান বিপুল, হারদী ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা ফারুখ ও নাজমুল হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা সাহিবুল মেম্বার, নজরুল মেম্বার, কাওসার, জাবেদ আলী, বিল্লাল, বাবর আলী, শরিফুল, রুবেল হোসেন, মোকাদ্দেস, উজ্জ্বল হোসেন, এনামুল, সজল, নাসির উদ্দিন, খোকন ভাই, ডালিম, পলাশ, রাব্বি, শিপন, আরিফ, স্বিপন, রিদয়, ইউনূস, রতন, রাহুল, রাজু, সয়ফাল, মামুন, বাপ্পি, রিয়াদ, বেল্টু, মোতালেব, কোরবান, ছুন্নত, সেন্টু, হাবিল প্রমুখ।