নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে দায়িত্বরত ভারতীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, চিকিৎসা সংক্রান্ত ভিসার ক্ষেত্রে গুরুত্ব আমরা বেশি দিচ্ছি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি ভিসা দেওয়া সম্ভব হয়। গত ঈদের আগে ভিসার জন্য বেশি আবেদন জমা পড়েছে। এজন্য সাময়িক অসুবিধা হচ্ছে। কিছুটা সময় লাগছে। এই অসুবিধা থাকবে না। দ্রুত ভিসা দেওয়া হবে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গার সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, কুষ্টিয়ায় একটি নতুন ভিসা সেন্টার হয়েছে। নতুন সেন্টার হওয়ার পর আবেদনও বেড়েছে। আমরা দেখবো আবেদনকারিদের যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি ভিসা দেওয়া সম্ভব হয়।
সাংবাদিদের সাথে আলোচনাকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।
সাংবাদিকদের সাথে বৈঠকের পর তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা ও পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধা খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরি, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহরায়। পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার আগরওয়ালা ও সম্পাদক কিশোর কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।
সহকারি হাই কমিশনার চুয়াডাঙ্গা সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোং সুগার মিল পরিদর্শন করবেন এবং দুপুরে চুয়াডাঙ্গা ত্যাগ করে কুষ্টিয়া জেলা সফর করবেন।
এর আগে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।