দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি উপস্থিত সকল এনজিও সংস্থার উদ্দেশ্যে বলেন, আপনারা যারা লোন নিয়ে কাজ করেন তারা লোন দেওয়ার পূর্বে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছেন তা ভালো ভাবে যাচাইকরণ করে দিবেন। এছাড়া শিক্ষা নিয়ে যে সকল এনজিও সংস্থা কাজ করছেন, তাদেরকে অবশ্যই ধৈর্য্যশীল হতে হবেন বলে পরামর্শ দেন। সরকারি নির্দেশনা মেনে শিক্ষাকার্যক্রম চালাতে হবে। কোন অবস্থাতেই শিক্ষার্থীদেরকে মানসিক বা শারীরিক ভাবে চাপ সৃষ্টি করা যাবে না। পাশাপাশি যারা স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি স্বাস্থ্য সেবা সম্পর্কে তৃণমূলের মানুষকে উদ্ভুদ্ধ করা আপনাদের ক্ষেত্রে কিছুটা সহজ, এর কারন আপনার খুব সহজেই সমাজের মানুষের সঙ্গে কাজ করে থাকেন। সেজন্যেই তৃণমূলের মানুষের মাঝে সরকারের স্বাস্থ্য সেবা কেন্দ্র কমিটির ক্লিনিক, পরিবার পরিকল্পনা কার্যালয় সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ডেলিভারি সম্পন্ন করা সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছেন এ সম্পর্কে সর্বসাধারনকে উদ্বুদ্ধ করার আহবান জানান। পাশাপাশি সমাজ থেকে শিশুশ্রম, বাল্যবিয়ে, মাদকদ্রব্যের মতো ভয়াবহ ব্যধি নির্মূলের আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন, জাতীয় ও স্থানীয় সংস্থা ব্রাক, গ্রামীণ ব্যাংক, কারিতাস, আশা, ব্যুরো বাংলাদেশ, সিও, জাগরণী চক্র ফাউন্ডেশন, আরআরএফ প্রভৃতি। উপস্থিত এনজিও প্রতিনিধিগণেরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান ও সংস্থা’র গৃহীত ও বাস্তবায়নাধীন কার্যক্রম ও কর্মসূচী সম্পর্কে আলোকপাত করেন।