নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর-বালিয়াপাড়া গ্রামে হঠাৎ বেড়েছে চোরের উৎপাত। বাড়ির ব্যবহৃত জিনিসপত্রসহ বিভিন্ন দামী জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা।
গত সোমবার দিনগত মধ্যরাতে গ্রামের হরকোত আলীর বাড়ি থেকে একটি সাইকেল ও পাশের মোমিনের বাড়ি থেকে একটি পানির মটর খুলে নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। এরপর গত মঙ্গলবার দিনগত রাত ২ টার দিকে একই গ্রামের ইসরাফিলের বাড়িতে চুরি হয়েছে। এসময় ইসরাফিলের বাড়ি থেকে একটি সাইকেল, দুটি নতুন শাড়ি, বেশ কিছু হাড়ি পাতিল ও তার ছেলে আব্দুল হালিমের একটি এন্ড্রোয়েড স্মার্ট ফোন ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। মানিব্যাগের মধ্যে নগদ ৮ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিলো।
পরপর দুই রাতে একই ভাবে চুরির ঘটনা ঘটায় গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি পুলিশকে জানালে ডিএসবির এএসআই মনিরুল ইসলাম গতকাল বুধবার সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে এসে বিস্তারিত পর্যবেক্ষণ করেন। মোবাইল ফোন চুরির ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল হালিম। ইসরাফিল একজন দিন মজুর। হঠাৎ এমন চুরি হওয়ায় ভেঙ্গে পড়ে তার পরিবার। তবে এলাবাসীর অনেকেই মন্তব্য করেন এই চুরির পিছনে স্থানীয় লোকের হাত আছে। তবে চোর চিহ্নিত না করা পর্যন্ত কাউকে সন্দেহ করা যাচ্ছে না।