আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা ও ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে হারদী মীর শামসুদ্দিন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দুই জনকে গাঁজাসহ ও ঘোলদাড়ি মধুপুর গ্রাম থেকে তিন জনকে চোলাই মদসহ আটক করা হয়। জানাগেছে, উপজেলার ওসমানপুর গ্রামের মৃত অমূল্য মোল্লার ছেলে আজিজুল হক ঝন্টু মোল্লা (৫০) ও পাঁচকমলাপুর গ্রামের মৃত কুরবান আলীর ছেলে বশির উদ্দিন (৪৭) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন এলাকা থেকে মাদক নিয়ে এসে এলাকায় বিক্রি করে। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, একই রাতে ঘোলদাড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই তারিফুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর পুকুর পাড়ে অভিযান চালান। এসময় দেশী তৈরী ১৫ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়।
এলাকাবাসি জানায়, আটককৃত মধুপুর গ্রামের মৃত লোকসার মন্ডলের ছেলে লাল্টু (৪১), একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও ডাউকি গ্রামের মৃত আফসার মন্ডলের ছেলে ইখলাস মন্ডল (৫০) চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।