নিজস্ব প্রতিবেদক:
ফুল-মিষ্টি নিয়ে দিনমজুরের চার জমজ সন্তানকে দেখতে ক্লিনিকে হাজির হয়েছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল বুধবার দুপুর দেড়টার শহরের আঁখিতারা জেনারেল হাসপাতালে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী নিয়ে নিয়ে দেখা করতে তিনি। এ সময় তিনি চার কন্যা সন্তানের মা কল্পনা খাতুনকে ফুলেল শুভেচ্ছাসহ আর্থিক সহযোগিতা করেন। পরে জমজ মায়ের অনুরোধে জেলা প্রশাসক চার কন্যার নাম পর্যায়ক্রমে দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া রেখেছেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দেন কল্পনা খাতুন (২৬)। এ ঘটনায় স্থানীয় দৈনিক আকাশ পত্রিকায় ‘চুয়াডাঙ্গায় একসঙ্গে চার জমজ সন্তানের জন্ম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল বুধবার প্রচারিত সংবাদটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলের দৃষ্টিতে আসে।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান দৈনিক আকাশ খবরকে বলেন, গণমাধ্যমে চার জমজ সন্তান জন্ম হওয়ার খবর জানতে পেরে আমি মিষ্টি ও বিভিন্ন সামগ্রী নিয়ে ক্লিনিকে দেখতে যাই। এসময় তাদের নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। পরিবার থেকে আমাকে নাম দেওয়ার জন্য বলা হয়েছিল, আমি পাখিদের নামের সাথে মিল রেখে পর্যায়ক্রমে, দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া নাম দিয়েছি। ক্লিনিক কর্তৃপক্ষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যিনি এ অপারেশন করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন তিনি ও এ অপারেশনের ফিস ফ্রি করে দিয়েছেন।
তিনি আরও বলেন, জমজ শিশুর বাবা রাজমিস্ত্রী। খুবই দরিদ্র পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা হবে। সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায় তাদের বাবার নামে একটি অ্যাকাউন্ট করে দেব। সমাজের সামর্থ্যবানরা তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার অনুরোধ করেছি।
বর্তমানে চার কন্যা সন্তানসহ তাদের মা সুস্থ্য রয়েছে।