আকাশ খবর ডেস্কঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। বিভিন্ন সময় বিশেষ করে নির্বাচনের সময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা, গুজব ছড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেওয়া যাবে না, বলেও জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বুধবার (১০ মে) দুপুরে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
মিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড.বশিরুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, উপসচিব মো. সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। নীতি নির্ধারকদের সঙ্গে সমন্বয় করে সামাজিক সম্প্রীতি অর্জনের উদ্দেশ্যে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন ২০১৮ সালে যাত্রা শুরু করে। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রীর হাতে একটি ফ্রেমওয়ার্ক হস্তান্তর করেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর। তিনি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সব ধর্মের অংশীজনের সমন্বয়ে দেশব্যাপী বিভাগীয় ও জেলা আন্তঃধর্মীয় কমিটি দিয়ে ফ্রেমওয়ার্কটি সাজানো হয়েছে। এর কার্যকর বাস্তবায়নে আমি আশাবাদী।