নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রামে অবস্থিত ‘চুয়াডাঙ্গা ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন কেন্দ্রের’ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজ সেবা অফিসার মৌমিতা পারভীন, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক ও উপসহকারী কৃষি অফিসার হাকিমুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির সত্বাধিকারী আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের সদস্য ইরফান বিশ^াস শহিবুল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাসায়সিক সারের ব্যবহার কমিয়ে কৃষকদের জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ভার্মি কম্পোষ্ট সারের জুড়ি নেই। আমাদেরকে ভালো ভাবে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক বা প্রাকৃতিক উপায়ে চাষাবাদের মাধ্যমে খাদ্য উৎপাদন করতে হবে এবং ন্যাচারাল খ্যাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। স্থানীয় পর্যায়ে কৃষকের যে কোন সমস্যার কথা চেয়ারম্যানকে জানাবেন, সরাসরি আমাকে জানাবেন আমরা দ্রুত সময়ের মধ্যে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবো। প্রতি বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণশুনানীর ব্যবস্থা আছে। কৃষি, সামাজিক ও পারিবারিক যেকোন সমস্যা নিয়ে আপনারা সরাসরি এখানে আসবেন এবং গণশুনাণীতে অংশগ্রহণ করবেন। অভিভাবকদের সচেতনতার জন্য তিনি বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে খোঁজ রাখবেন এবং এসএসসি পাশের আগে সন্তানদের হাতে মোবাইল তুলে দিবেননা। তিনি “চুয়াডাঙ্গা ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন কেন্দ্রের” সাফল্য কামনা করেন এবং তার এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলুকদিয়া ইউপি সদস্য ও জেলা কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলু, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সজল, আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম ও সদস্য জুরাইন বিশ^াস কল্লোল।
চুয়াডাঙ্গায় এই প্রথম বৃহৎ পরিসরে ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে চালু হলো। যার আয়তন প্রায় ৩৩ শতক এবং হাউজের সংখ্যা ৯৬টি। মাটির উর্বরতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত ফসল ফলানো ও রাসায়নিক সার ব্যবহারের নির্ভরতা কমাতে রিসো চাষাবাদ প্রকল্পের আওতাধীন কৃষক জোটের মাসিক সভার আলোচনায় উদ্বুদ্ধ হয়ে ইরফান বিশ^াস শহিবুল্লাহ এই ধরণের উদ্যোগ গ্রহণ করেন। প্যাকেট জাত প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিকভাবে দেশের বিভিন্ন স্থানে তার উৎপাদিত জৈব সার ভার্মি কম্পোষ্ট বাজারজাত করবেন বলে তিনি আশাবাদী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তি, কৃষক জোটের সদস্য এবং সাধারণ কৃষকবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সাংবাদিক ইসলাম রকিব এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রিসো চাষাবাদ প্রকল্পের ফিল্ড অর্গানাইজার সাধন কুমার কর।