নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পদ্মবিলা ও হারদী ইউনিয়নে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে পদ্মবিলা ও হারদী ইউনিয়নে পৃথকভাবে কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুলের সভাপতিত্বে সুবদিয়া স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী ‘ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা একের পর এক ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ যুবলীগকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। এসময় নঈম জোয়ার্দ্দার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশা প্রদান করেন।’ পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মেম্বারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন— জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জান্টু, সহ-সভাপতি বিপ্লব হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোমিন, আমান। এসময় উপস্থিত ছিলেন— ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামিউল শেখ সুইট, আশা। এছাড়াও উপস্থিত ছিলেন— ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুজিবুর আলী, সাধারণ সম্পাদক তুহিন, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মভিজ মাস্টার, সাধারণ সম্পাদক শামসুল, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মংলা মল্লিক, সাধারণ সম্পাদক তরিকুল, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সালাম শেখ, সাধারণ সম্পাদক মামুন, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাশিদুল, সাধারণ সম্পাদক আকুব্বর, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইছানুল শেখ, সাধারণ সম্পাদক শরীফ, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কানন, সাধারণ সম্পাদক বেল্টু, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ঝলক, সাধারণ সম্পাদক সাজু, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মতিউর রহমান, সম্পাদক জিয়াউর, শামীম, আশরাফিল, নাসির, বিপুল, বাবু, সোনা, রুবেল, স্বপন।
এদিকে, বিকেল পাঁচটায় আলমডাঙ্গার হারদী ইউনিয়নে কমীর্ সভা করে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। হারদী ইউনয়ন যুবলীগ নেতা রাসেল আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইয়াসিন রহমান। সঞ্চালনায় হারদী ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুদ রানা ও টিটুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য আজাদ আলী, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, শেখ শাহী।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন হারদী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. গোরাচাঁদ, হারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মাসুদ রানা পান্না।
এসময় উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন যুবলীগ নেতা রতন সাহা, ডাউকি ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হক বুলবুল, আলমডাঙ্গা পৌর যুবলীগের সিনিয়র সদস্য রায়হান হোসেন, খাসকবরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক। আরও উপস্থিত ছিলেন মনিরুল, মিনামুল্লা, পলাশ, মনি উদ্দিন, লিটন, আসাদুল, নাজমুল, কাকন, আলী রোকন, জাহিদ, কদর আলী, সামাদ সাধন প্রমুখ।