‘দ্যা ম্যান হু লিসেন টু হরসেস’ গ্রন্থের লেখক মন্টি রবার্টস যখন স্কুলের ছাত্র ছিলেন তখন তার ক্লাস-শিক্ষক তাদের ক্লাসের সবাইকে ‘বড় হয়ে কি হতে চাও’ তার উপর লিখতে দেন। মন্টি রবার্টস লিখেছিলেন যে, সে বড় হয়ে ২০০ একর জমির উপর ঘোড়া প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করতে চান। শিক্ষক ক্ষিপ্ত হয়ে (বিষয়টা অসম্ভব মনে করে) তাকে ওই রচনাটি আবার লিখতে দেন এবং ওই খাতায় তিনি পুনরাবৃত্তি করে লেখেন যে, ‘‘আপনি আমাকে ‘এফ’ (ফেল) দিলেও আমি ওইটাই করতে চাই। এটা আমার স্বপ্ন।’’ বর্তমানে মন্টির ১৫৪ একর জমির উপর ঘোড়া প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বড় মেয়ে রোয়েনা বলে উঠল- ‘তুমি ফেড-এক্স এর প্রতিষ্ঠাতা নিয়েও এমন একটা গল্প (সিজন-২০) শুনিয়েছিলে। আমি বললাম, ‘‘হ্যাঁ!’’ মন্টি এ সকল মানুষকে ‘স্বপ্ন-চোর’ আখ্যা দিয়েছেন।
রবার্ট ফ্রিডজ যিনি ‘দ্যা পাথ অফ লিস্ট রেজিস্টেন্স’ গ্রন্থের লেখক, তিনি বলেন, ‘‘তুমি যদি সম্ভব বা যুক্তিসঙ্গত ভেবে তোমার স্বপ্নকে সীমিত করো, মূলত: তুমি তোমার নিজের চাওয়ার সাথে বিচ্ছিন্ন হবে এবং এটাকেই আপোষ করা বলে।’’ জেনারেল ওয়েসলির উক্তিটি এখানে উত্তর হিসেবে ব্যবহার করা যায়। তা হলো, ‘‘একটা বড় স্বপ্ন দেখতে অধিক এনার্জির প্রয়োজন হয় না, বরং ছোট স্বপ্ন ‘ছোট কিছুর ফলাফলই আনে।’’
রোয়েনা বলল, ‘‘বড় স্বপ্নের সাথে নিশ্চয়ই বড় ভিশনের প্রয়োজন! ভিশন সম্পর্কে কিছু বল। আমি ঠিক মেলাতে পারছি না।’’ আমি বললাম, ব্যালান্সড এবং সাকসেসফুল জীবনের জন্য বড় স্বপ্নের সাথে সাথে যে ৭ টি বিষয়ে খেয়াল রাখা অত্যাবশ্যক তা হলো- জীবন ও ক্যারিয়ার, অর্থ, অবকাশ ও ফ্রি সময়, স্বাস্থ্য ও ফিটনেস, সম্পর্ক, ব্যক্তিগত লক্ষ্য এবং বৃহত্তর জনগোষ্ঠীর জন্য ত্যাগ।
মানুষ বিভিন্নভাবে সফল হতে পারেন, যেমন- অফরা ইউনফ্রে- বিভিন্ন মানুষের সাথে কথা বলে, ড্যানিয়েল ব্রুস- বিশ্ব ভ্রমণকারীদের গাইড হয়ে, টাইগার উডস- গলফ খেলে, ‘দ্যা কুল হেডেড’ ডোনাল্ড ট্রাম্প- ফ্লাট/জমির ব্যবসা করেন, নেপোলিয়ান হিল- আত্মউন্নয়নের মন্ত্র মানুষকে জাগ্রত করে, বিল গেটস- কম্পিউটারের ব্যবসা করে বিখ্যাত হয়েছেন। এই সকল মানুষসহ তোমাদেরকেও যদি (ও ডধহঃ) কি হতে চাও- মর্মে ৩০ টি পয়েন্ট বলতে বলা হয়- তাহলে দুই থেকে তিনটি বিষয়ের (যেমন- গাড়ী, বাড়ী ও ক্ষমতা) পরেই ‘আমি মানুষকে ভালবাসতে চাই, মানুষ আমাকে ভালোবাসুক- এটা চায় এবং আমি অন্য দশজন থেকে আলাদা সেটা প্রমাণ করতে চাই- এই বিষয়গুলো সামনে চলে আসবে। কিন্তু সকলের ‘লাইফ স্কিল’ একরকম না হওয়ার কারণে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিষয়ে সফল হন। কিন্তু বড় জীবনের জন্য বড় স্বপ্নের প্রয়োজন। আর সেই সাথে ঐ ৭ টি বিষয়ে সজাগ থাকতে হয়।
ছোট মেয়ে অরোনা বলল- ‘‘তোমার কয়েক দিনের কথা গুলো কঠিন হচ্ছে। একটা গল্প বলো যাতে আমি পরিষ্কারভাবে বুঝতে পারি।’’ তাহলে একটা গল্প শোনো, জ্যাক ক্যানফিল্ড যিনি ‘‘কিচেন স্যুপ ফর দা সোর’’ লিখে বিখ্যাত হয়েছেন, তিনি গল্পে গল্পে বলেন, তিনি এক সেমিনারে গিয়েছিলেন, যেখানে বক্তাদের উপস্থিত হওয়ার আগেই সেমিনারে প্রবেশ করেন এবং প্রত্যেকটা চেয়ারের উপর একটা করে ভিন্ন ভিন্ন রঙের নোট বুক রাখা দেখতে পান। জ্যাক ক্যানফিল্ডের নির্ধারিত চেয়ারে একটা হলুদ রঙের নোটবুক দেখতে পেলেন। পাশের চেয়ারেই নীল রঙের নোটবুক রাখা আছে। জ্যাকের নীল রঙ খুবই পছন্দ। সেমিনার চলাকালীন সময়েই জ্যাক নীল রঙের নোটবুক রক্ষিত সিটে বসা ভদ্র মহিলাকে নোটবুক পরিবর্তনের প্রস্তাব দিয়ে বসলেন। এতে ওই মহিলা জ্যাককে বললো, ‘‘আপনার চেয়ারে রক্ষিত হলুদ নোটবুকটা আমার খুব পছন্দ। কিন্তু আমি বদলে নিতে চাই না। কারণ, জীবনে অপছন্দের বিষয় আসবেই, আমি সেটা মানিয়ে নেয়ার চেষ্টা করছি।’’
ছোট মেয়েকে বললাম- জীবনে অনেক অপছন্দের জিনিস বা মানুষের সঙ্গে দেখা হবে। কিন্তু, তুমি তোমার বড় স্বপ্ন নিয়ে লড়াই করতে চাইলে এসব তুচ্ছ জ্ঞান করতে হবে। ‘‘তোমার স্বপ্ন বড় এবং তা তুমি ছুতে পারো না পারো এটা কোন বড় বিপদ না, বড় বিপদ হলো- যখন তোমার স্বপ্ন অতি ছোট এবং তা সহজেই ছুয়ে ফেল।’’ আরই/ম্যাক্সের সিইও না জনাব দেব লিনিগার এর কথা দিয়ে শেষ করছি, কিন্তু থামছি না!! সব সময় বড় স্বপ্ন দেখ, একমাত্র বড় স্বপ্নই বড় মানুষ হবার হাতছানি দেয়।’’ (চলবে)
মোঃ বশির আহম্মেদ
একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মী