আকাশ খবর ডেস্কঃ
আজ ২৫শে এপ্রিল পর্তুগালের স্বাধীনতা দিবস। ১৯৭৪ সালের এই দিনে এক বিপ্লবী সেনাবাহিনীর নেতৃত্বে একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশটিতে স্বৈরশাসক সরকারের উৎখাত হয়। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে এই সরকার ক্ষমতায় ছিল।
এই বিপ্লবটি সংঘটিত হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জনগণের জীবন যাত্রার মান, সরকারের নীতির প্রতি জনগণের অসন্তোষ এবং উপনিবেশিক যুদ্ধে সামরিক অসন্তোষ কেননা দীর্ঘদিন যাবত পর্তুগিজ উপনিবেশিক দেশগুলোতে তারা যুদ্ধ করে আসছিল। ১৯৭৪ সালের এই দিনে পর্তুগিজ ভাষায় মুভিম্যান্টো দাস ফোরসা আরমাদাস বা সশস্ত্র বাহিনীর মুভমেন্ট গ্রুপ এর নেতৃত্বে সৈন্যরা পর্তুগীজ রাজধানী লিসবনের নিয়ন্ত্রণ নেয় এবং দ্রুত সময়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
পর্তুগিজ নাগরিকগণ অত্যন্ত উৎসাহের সঙ্গে সামরিক বাহিনীর এই বিপ্লবের অংশগ্রহণ করে সমর্থন যুগিয়েছিল এবং সশস্ত্র বাহিনীর রাইফেলের মুখে কার্নেশন ফুল গুঁজে দিয়েছিল তাই এটিকে কার্নেশন বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয়। এই বিপ্লব পর্তুগালের স্বাধীনতা ও গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে সাহায্য করেছে।
গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করা অংশগ্রহণকারী সৈন্য এবং নাগরিকদের সম্মানে দিনটিকে প্রতিবছরের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এটি একটি জাতীয় ছুটির দিন এবং এই দিবসটিকে ঘিরে জাতীয় পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে অনাড়ম্বর আয়োজন করা হয়।