নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল মঙ্গলবার এ দোয়ার মাহফিলের আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
রজব আলী মার্কেটে অবস্থিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য নুর নবী সামদানী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোঃ রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন জোঃ সোনা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হবি, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাষ্টার, শংকর চন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন শেখ টিটন, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার হিমু জোঃ, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শিখন, সাধারণ সম্পাদক আঃ সালাম,আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, যুগ্মসাধারণ সম্পাদক লাড্ডু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ইকরামুল হক, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাহফুজুল হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান মিশর, যুগ্মআহবায়ক কাজল, যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মাহাবুব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম হাসান, সদর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হাসমত আলী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদস্য শাহারুখ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব আনোয়ার হোসেন।