জীবননগর অফিস:
জীবননগরের উথলীতে পাওয়ার ট্রিলারের ধাক্কায় আল আমিন হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে উথলী ফার্মগেট পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন ফার্মগেট পাড়ার দিনমজুর ডালিম হোসেনের ছোট ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু আলামিনের বাবা ডালিম হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত শুক্রবার বাড়ি ফিরে উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে ছোট ছেলে, স্ত্রী, ছোট ভাইয়ের ছেলে, ভাবী ও মামীকে সাথে নিয়ে কালীগঞ্জে চিকিৎসার জন্য বের হয়েছিলেন। এসময় বাড়ির সামনে রাস্তার পাশে ভ্যানের জন্য অপেক্ষা করছিলো তারা। এমতাবস্থায় দ্রুত গতিতে খড়ি বোঝাই পাওয়ার টিলার ধাক্কায় প্রথমে ছোট ভাইয়ের বউয়ের (নিহতের চাচী) মাঝায় ধাক্কায় দিলে তার কোলে থাকা শিশু তানভির আহাম্মেদ পড়ে যায়। একইসাথে আলামিন হোসেন ছিটকে পড়ে পাওয়ার ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। যশোরে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক তাফসিন সাদিয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু আলামিনকে প্রথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষে কোন অভিযোগ পাওয়া যায়নি।