আকাশ খবর ডেস্ক:
দর্শনা অফিস জানায়,দর্শনায় আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮ টায় দর্শনা পৌরসভায় ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমনের সার্বিক তত্ত্বাবধানে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে সকাল ৯টায় দর্শনা পৌর কলেজ মাঠে গণ জমায়েত শুরু হয়। এরপর জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, শপথ বাক্য পাঠ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন ও দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন করেন, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইবাছায় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, শপথ বাক্য পাঠ করান, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। এসময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মোফিজুর রহমান, সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা ডি.এস মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দীন মোল্লা, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আওয়ামিলীগ নেতা বিল্লাল হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের কর্মকর্তা-কর্মচারিগণ। অনুষ্ঠানে অংশ নেন- আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, দর্শনা সরকারি কলেজ, দর্শনা ডি এস ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, অংকুর আদর্শ বিদ্যালয়, লিটিল এনজেল্স স্কুল, দর্শনা প্রেস ক্লাব, দর্শনা থানা পুলিশ, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগার, অনির্বাণ থিয়েটার, ওয়েভ ফাউন্ডেশন, সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
নাটুদহ প্রতিবেদক জানায়, দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার সকালে আটকবরে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শহীদ বেদিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৭টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। এসময় তিনি বলেন, ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬শে মার্চ এই দিনটি রক্ষা করতে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও অসংখ্য মা বোনের সম্ভমের বিনিময়ে ৮ কোটি মানুষের মুক্ত মনের বাঁচার অধিকার আদায় করে দিয়েছিলো সেদিন বাংলার দামালেরা। তাই আজ আমরা বাঙ্গালী জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা সেই সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি এএইচ লুৎফুল কবীর, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) শফিউল আলম, দামুড়হুদা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দীনসহ আরও উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসানুজ্জামান পিন্টু, ছাত্রলীগ সভাপতি লিমন খান, ২নং ওয়ার্ড আ:লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক নাটুদাহ ইউনিয়ন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক মজিবর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি আবু সামা, সাধারন সম্পাদক কলিম উদ্দিন, ১নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস মেম্বার, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সুজাত আলী, ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ইনছুর আলী, যুবলীগ নেতা মওলা বকস মন্টু,নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, তালসারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নাটুদহ ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আনিছুর রহমান, ছানারুল ইসলাম, শাহ আলম, মনিরুল ইসলাম, কেরামত আলী, খলিলুর রহমান, সাখাওয়াত আলী, বশির আলী, মহিলা ইউপি সদস্য রিজিয়া খাতুন, বেলী বেগম, লাকী খাতুন প্রমুখ।
দামুড়হুদা অফিস জানায়, দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৭টায় দামুড়হুদা উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। দামুড়ুহদা উপজেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের প্রতি পূষ্পমাল্য অর্পন করা হয়। পূষ্পমাল্য অর্পন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাব, দামুড়হদা আব্দুল ওদুদশাহ ডিগ্রী কলেজ, দামুড়হুদা সরকারী হাই স্কুল ও মাধ্যমিক বিদ্যালয়সহ রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করেছে। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
আলমডাঙ্গা অফিস জানায়, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। গতকাল রবিবার সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসুচি শুরু করা হয়। পৌর সভার উদ্যোগে সড়কে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। পরে ফাতেহা পাঠ ও দোয়া পরিচালনা করা হয়া। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাসুদ কামাল। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। পরে কুজকাওয়াজে অংশ গ্রহণ করেন পুলিশ, আনছার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী বৃন্দ। সকাল ৯টায় স্কুল, কলেজ,মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ডিসপ্লে প্রদর্শিত হয়। এরপর ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, ওসি সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাবুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর মেয়র এম সবেদ আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরোয়ার্দি। উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক,স্টেশন অফিসার মিজানুর রহমান,প্রকল্প কর্মকর্তা এনামুল হক,সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হক,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোনায়েম হোসেন,সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।
অন্যদিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পরে র্য্যালী সহকারে উপজেলা চত্তরে শহীদ মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, সাবেক সহ-সভপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, সাবেক জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, পৌর সভাপতি দেলোয়ার হোসেন,সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পরিমল কুমার, জাহাঙ্গির হোসেন, আমিনুল হক মোল্লা, কামাল হোসেন, জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফ্ফার, আলাল উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকগণ।
আলমডাঙ্গা সরকারি কলেজ, সরকারি স্কুল, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরশাদপুর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেএন সরকারি প্রাথমিক, আদর্শ সরকারি ও বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ প্রতিষ্টানের উদ্যোগে কর্মসুচি পালন করেছে।
তিতুদহ প্রতিবেদক জানায়, চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুর, তিতুদহ, গড়াইটুপি ও হিজলগাড়ীতে যথাযর্থ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মহান স্বাধীনতা দিবসে দর্শনা থানা বিএনপির যুগ্ম সম্পাদক খাইরুল আলমের নেতৃত্বে হিজলগাড়ী বাজারে র্যালি ও শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা থানার বিএনপির সাধারণ সম্পাদক সাবেক বেগমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন হোসেন, নেহালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাসুদ রানা, দর্শনা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুজ্জামান, ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন সহ দর্শনা থানার বেগমপুর, নেহালপুর, তিতুদহ বিএনপি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে বেগমপুর ইউনিয়ন পরিষদে সকাল ১০ টায় ফয়জুর রহমানের ইউপি সচিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, গড়াইটুপি ইউনিয়ন পরিষদ ও তিতুদহ ইউনিয়ন পরিষদ এবং বিভিন্নি শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।