হাসপাতাল প্রতিবেদক:
চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে অচেতন করে ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে দুই প্রতারক চক্র। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর বাজার থেকে যাত্রীদের অনুরোধে চুয়াডাঙ্গা আদালত চত্ত্বরে আসেন মানিক। সেখানে পুলিশ পরিচয়ে যাত্রীবেশে আরও একজন যোগ দেন। এরপরই চেতনানাশক ওষুধে ভেজানো রুমাল নাকে চেপে ধরে অজ্ঞান করে। আদালত চত্ত্বরের পাশেই ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় অচেতন অবস্থায় ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা মানিক হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। মানিক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের মাঝেরপাড়ার রুবেল হোসেনের ছেলে এবং দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের ইন্টার প্রথম বর্ষের ছাত্র।
মানিকের পরিবারের সদস্যরা জানান, দুই ভাইয়ের মধ্যে মানিক বড়। পড়াশোনার পাশাপাশি অন্যের ইজিবাইক ভাড়া নিয়ে যা উপার্জন করতো তাই দিয়ে টেনেটুনে সংসার চলতো। আজ সকাল ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়েছিল মানিক। এখন শুনছি তাকে অজ্ঞান করে ভাড়ার ইজিবাইক কেউ নিয়ে গেছে। এখন ইজিবাইক মালিককে কি বলব?
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান রুমি বলেন, ধারণা করা হচ্ছে চেতনাশক জাতীয় কোন ওষুধের মাধ্যমে তাকে অচেতন করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষন করা হচ্ছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারব।