হাসপাতাল প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার আন্দিপুরে তামাক বোঝায় লাটাহাম্বার উল্টে ৮জন আহত হয়েছেন। আটজনের মধ্যে ৫জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও বাকি তিনজন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতালে) চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে আন্দিপুর গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের আলফুদ্দিনের ছেলে আসাবুল ইসলাম (৪০), একই গ্রামের নূর ইসলামের ছেলে সুজন আলী (৩৮), আফছারের ছেলে জিনারুল ইসলাম (৪২), হকজেল আলীর ছেলে আরিফ হোসেন (৪৫), মিনাজ উদ্দিনের ছেলে মিজারউদ্দিন (৪৬), মুরাদের ছেলে ইরাদ আলী (৩৬), রশিদের ছেলে জিয়ারুল ইসলাম (২৮) ও জলিলের ছেলে টিটন (২৯)।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহতরা বলেন, ৮ শ্রমিক চিৎলা থেকে লাটাহাম্বারে তামাক বোঝায় করে কুষ্টিয়া বটতৈলের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় আন্দিপুর গ্রামের মধ্যে পৌঁছালে একটি ট্রাকের পাশ কাটানোর সময় লাটাহাম্বারটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে আটজন শ্রমিক গুরুরত আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে পাচজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও তিনজন হারদি হাসপাতালে চিকিৎসা নেয় বলে জানান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান জয়া বলেন, আহত পাচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুজনের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।