দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের লোকনাথপুর সড়কে প্রাইভেটকার, মোটরসাইকেল ও পাখিভ্যানের ত্রিমুখি সংঘর্ষে ৩ জন গুরতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোকনাথপুর তেল পাম্পের অদূরে সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে একটি প্রাইভেটকারটি যশোর থেকে ২জন যাত্রী নিয়ে দামুড়হুদা অভিমুখে যাচ্ছিলো। এসময় পথিমধ্যে লোকনাথপুর তেল পাম্পের নিকট পৌঁছালে সামনে একটি মোটরসাইকেল ও ভ্যান থাকলে প্রাইভেটকারচালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাকেল চালকসহ তার সাথে থাকা ২জন ছিটকে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর জখম হয় এবং পাখি ভ্যান চালক ও ভ্যানে বসে থাকা ৩জন যাত্রীও সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। এরপর প্রাইভেটকার চালক কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে লোকজন ছুঁটে আসে এবং ফায়ার সার্ভিসে কল দিলে দ্রুত ফায়ার সার্ভিসের সাব অফিসার নাসির উদ্দীনসহ কর্মীরা আহতদের উদ্ধার করে দামুড়হুদা চিৎলা হাসপাতালে ভর্তি করেন। পরে দামুড়হুদা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে দামুড়হুদা থানা হেফাজতে নেন। গাড়ির রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ ৩১-৫৭৯৮।
আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার দেওলী গ্রামের আঃ কুদ্দুসের ছেলে নূর আলম (৩২), দশমী পাড়ার ইসমাইল হোসেনের ছেলে আঃ সালাম (৪০) ও রতন (৩৫)।