আকাশ খবর ডেস্কঃ
আলমডাঙ্গা অফিস জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা আয়োজন ও কর্মসুচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ মঞ্চ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বণার্ঢ্য র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সরোওয়ার্দী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের প্রভাষক মারুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত এসময় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশরাফ আলম, শামিম সুলতান, হুমায়ন কবীর, রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামীদ, খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) লিটন কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, বিআরডিবি কর্মকতা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস প্রমুখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বাদ জুম্মা উপজেলা মডেল মসজিদসহ উপজেলা ও পৌর এলাকার সকল মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা অফিস জানায়, দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্র্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন-শিশুদের চোখ সম্মৃদ্ধিও স্বপ্নে রঙিন’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে হাজি আলী আজগর টগর এমপির নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমেই চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দামুড়হুদা মডেল থানা, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটা হয়। এরপর শুরু হয় আলোচনাসভা। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার বিরোধীরা কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে আমরা দেখেছি। আমরা দেখেছি কিভাবে বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে আরও বলেন, মহান স্বাধীনতা মহাকাব্যের অমর কবি, বাঙালী জাতির মুক্তির মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন তারই আদর্শের সুযোগ্য উত্তরসূরি এদেশের খেটে খাওয়া মানুষের আশা-আকাঙ্খার শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। তারই নিরলস প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল ফেরদৌস ওয়াহীদ, ওসি (অপারেশন) শফিউল আলম, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সেলিম উদ্দীন বগা, নুরুল মেম্বার, জাহিদুল মেম্বার, হাসান মেম্বারসহ উপজেলার সকল দফতরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর জীবনের উপর বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশিদ। অপর দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের পক্ষ থেকে কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্র্ষিকী ফালন করা হয়েছে। বেলা ১১ টার দিকে কলেজ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাহফুজা খাতুন। উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি রেহেনা কুল, ইব্রাহিম হোসেন ও বশীর আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মিল্টন কুমার সাহা। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দামুড়হুদা মডেল মসজিদে কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
আর এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় ডাঃ আফছার উদ্দিন কলেজের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জন্মবার্ষিকীর কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ডাঃ আফছার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন গোকুলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুল আলম, অভিভাবক সদস্য ফরিদ হোসেন, ইতালী প্রবাসী প্রকৌশলী ফজরুজ্জামান নিশান। কুরাআন তেলোওয়াত ও দোয়া করেন ইসলাম শিক্ষার প্রভাষক আবু সালেহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলার প্রভাষক কুদরাত-ই-খুদা।
দর্শনা অফিস জানায়, সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার দর্শনায় দর্শনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে ও দোয়া মাহফিল ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। প্রধান অতিথির বক্তব্যে হাজী আজগর টগর বলেন, যত দিন রবে পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী বহমান তত দিন রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাকে ছাড়া বাংলাদেশের কথা কল্পনাও করা যায়না। তিনি এমন একজন নেতা যার কথায় বাঙালিরা জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলো পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যার ঐতিহাসিক ভাষণ আজ বিশ্বের দরবারে রোল মডেল। আজ সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। সেই নেতার জন্ম বার্ষিকীতে আসুন আমরা শপথ করি, যে সকল শহীদের রক্তের বিনিময়ে আজকের এই সোনার বাংলা। এই সোনার বাংলা থেকে আমরা সকল স্বৈরাচার ও রাজকারদের উৎখাত করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট। এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, ফারুক হোসেন, জয়নাল আবেদীন নফর, সাইফুল ইসলাম হুকুম, যুবলীগ নেতা-নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, কামরুল হাসান লোমান, নাজিম উদ্দীন, শফিকুল ইসলাম শফি, মিল্লাত হোসেন, মামুন মিয়া, রায়হান হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
জীবননগর অফিস জানায়, চুয়াডাঙ্গার জীবননগরে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। গতকাল শুক্রবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকুনুজ্জামন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমি সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।