নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের তৃতীয় পর্যায়ের ৫০টি মডেল মসজিদের সাথে চুয়াডাঙ্গা জেলার চারটি মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ দিন চুয়াডাঙ্গা সদর উপজেলা, দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলার মডেল মসজিদের উদ্বোধন করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছর ইসলামের খেদমতে বহু কার্যকর পদক্ষেপ নিয়েছে। ২০১৩ সালে ঢাকায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির স্বীকৃতি দিয়েছে। আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় পবিত্র কুরআনের ডিজিটাল ভার্সন তৈরি করেছে। বিশ্বের সব প্রান্তের মানুষ ইন্টারনেটের মাধ্যমে এ তিনটি ভাষায় পবিত্র কুরআন পড়া ও শোনার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, আমরা জাতীয় শিক্ষা নীতিতে নৈতিক ও ধর্মীয় শিক্ষা এবং মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমকে জাতীয় শিক্ষা নীতির অন্তর্ভুক্ত করেছি। সম্প্রতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এসি স্থাপন, চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের কাছে ন্যস্ত করা এবং ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সম্প্রসারণ ও আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সরকার প্রধান বলেন, ৩ হাজার ১২৮ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদী মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৭ম পর্যায় অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে প্রাক-প্রাথমিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রান্তে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, মসজিদ নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাবিবুর রহমান লাভলু, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানসহ জেলা সদর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত আলেম-ওলামা ও মুসল্লিগণ। চুয়াডাঙ্গার উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া।
দামুড়হুদা অফিস জানিয়েছে: দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ কলেজ সংলগ্ন অবস্থিত মডেল মসজিদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুসহ স্থানীয় প্রশাসন ও অন্যরা।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে: সকাল ৯ টা থেকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষে আলমডাঙ্গার নব-নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা সংগঠক ডাঃ শাহাবুদ্দিন আহম্মদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ডাঃ লিয়াকত আলী, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পল্লিবিদ্যুতের ডিজিএম আবু হাসেম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, মওঃ রবিউল ইসলাম, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আক্তারুজ্জামান, মডেল মসজিদের ইমাম মওঃ মাসুদ কামাল প্রমুখ।