নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে ৬০০ গ্রাম ওজনের ভারতীয় হেরোইন উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল বুধবার বেলা ১২টার দিকে মুন্সিপুর মুচির বটতলা গ্রামে একটি পরিত্যাক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- মুন্সীপুর গ্রামের মধ্যে দিয়ে ভারতীয় হেরোইন পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯৩/৩-আর থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের ভিতরে মুন্সিপুর গ্রামের মুচির বটতলা খ্রিস্টান কবরস্থানের উত্তর পাশে একটি আম বাগানে বেলা ১২ টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় টহলদল আম বাগানের ভিতরে একটি পরিত্যক্ত প্লাষ্টিকের বস্তা দেখতে পান। পরিত্যাক্ত বস্তার মালিকানা না পাওয়ায় প্লাস্টিকের বস্তাটি জব্দ করেন। পরবর্তীতে টহলদল জব্দকৃত প্লাষ্টিকের বস্তাটি খুললে বস্তার ভিতর অব্যবহৃত মাথার চুলের মধ্যে একটি প্যাকেটের ভিতর থেকে ৬০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে হাবিলদার জামাল হোসেন বাদী হয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।