নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় কৃষক জোটের পক্ষ থেকে দাবীনামা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে ফসলের মাঠে বজ্রপাত নিরোধক দন্ড ও টিউবওয়েল স্থাপনের জন্য দাবীনামা প্রদান করা হয়। ইউনিয়ন কৃষক জোটের মাসিক সভার সিদ্ধান্তনুযায়ী দাবীনামাটি প্রদান করেন কৃষক জোট। তাদের দাবী খেত খামারে কর্মরত অবস্থায় বজ্রপাতকালীণ সময় দেশে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন শত শত কৃষক। তাদের মধ্যে সংসারের কর্মক্ষম পুরুষের সংখ্যাই বেশী। যার কারণে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। কৃষি কাজের সময় জীবনের নিরাপত্তা অতি প্রয়োজন। আলুকদিয়া ইউনিয়নের সাধারণ কৃষকেরা যাতে প্রাকৃতিক এই দুর্যোগের হাত থেকে রক্ষা পায় সেজন্য মাঠে মাঠে বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন অতি জরুরী। এর পাশাপাশি কড়া রোদ্রে কাজের ফাঁকে তৃষ্ণা নিবারণে তাদের প্রয়োজন হয় কলের ঠান্ডা সুপেয় খাবার পানি। বাড়ী থেকে বয়ে নিয়ে যাওয়া পানি তৃষ্ণা নিবারণ করতে পারেনা কৃষকদের। তাই তাদের প্রয়োজন ফসলের মাঠে টিউবওয়েল স্থাপন।
দাবীনামা প্রদানকালে উপস্থিত ছিলেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের সভাপতি ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, সদস্য ইরফান বিশ^াস, ফরজ আলী ও চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলু।
উল্লেখ্য, শংকরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের নিকট একই ধরণের দাবীনামা প্রদান করেন শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক জোট।