নিজস্ব প্রতিবেদক:
‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ এ পতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, আমরা সবাই কোন না কোন দিক থেকে ভোক্তা। সামনে পবিত্র রমজান মাস। এই রমজান মাসে ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী বাড়াতে না পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এছাড়া রমজান মাসজুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করার আশ^াস দেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারি পরিচালক সজল আহমেদ, জেলা কৃষি বিপণন অফিসার শহিদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পালসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মিরা।
জীবননগর অফিস জানায়, ‘সামনে রমজান। আমরা রমজানের পবিত্রতা রক্ষা করে ব্যবসা করতে হবে। কোনো পণ্যে সরকারের নির্ধারিত করা মূল্যের বেশি লাভ করা যাবে না। কেউ পণ্যের অতিরিক্ত দাম নিলে, সেটার ভাউসার নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করবেন। জীবননগরে কেউ তরমুজ কেজিতে বিক্রি করতে পারবেন না। করলে ব্যবস্থা নেওয়া হবে।’ চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বর বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকুনুজ্জামন।
গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবুসহ বিভিন্ন সরকারি অফিসের ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু বলেন, আমরা ভোক্তা এবং ক্রেতা একে অপরের পরিপূরক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিম্ন পর্যায়ে বেশি বাস্তবায়ন করা। তবে বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় না। সরকারের উচিত এ বিষয়ে নজর দেয়া।