ক্রীড়া প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৪১তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে এ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহাবুল ইসলাম সেলিম, নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, রাশিদুল ইসলাম, রায়হান মোল্লা, রোকনুজ্জামান, শেখ রাসেল, টুটুল মোল্লা, শফিকুল ইসলাম মালেকসহ নির্বাহী সদস্যবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিও অন্যান্য অতিথিবৃন্দ দু-দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং মুদ্রা নিক্ষেপণ করে ও ব্যাটিং করে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেন। প্রধান অতিথি আরাফাত রহমান ব্যাটিং করেন এবং সহ-সভাপতি মাহাবুল ইসলাম সেলিম বোলিং করেন।
উদ্বোধনী ম্যাচে রাজবাড়ী জেলা দল ৬০ রানে পঞ্চগড় জেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করেছে। খেলায় টসে জয়লাভ করে পঞ্চগড় জেলা দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। রাজবাড়ী জেলার দল ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। জবাবে পঞ্চগড় জেলা দল ১৭৩ রানে অলআউট হয়। আজ একই মাঠে মুখোমুখি হবে রাজবাড়ী জেলা দল ও গাজীপুর জেলা দল। গতকালের খেলাটি পরিচালনা করেন বিসিবি কর্তৃক প্রেরিত ক্রিকেট আম্পায়ার শামীম হোসেন ও চুয়াডাঙ্গা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য শফিকুল ইসলাম মালেক। স্কোরার ছিলেন ইমরান ও নয়ন।