দামুড়হুদা অফিস:
চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। সোমবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা ডিএফএ অফিসে সদ্য বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু দায়িত্বভার বুঝিয়ে দেন। এসময় নবনির্বাচিত ডিএফএ সভাপতি এখলাছ উদ্দীন সুজনের সাথে নির্বাচিত কমিটির সহসভাপতিদ্বয় যথাক্রমে রেজাউল হক জোয়ার্দার ও ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দারসহ নির্বাচিত নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, শেখ রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নিজেস্ব সম্পত্তি হিসাবে দুটি অফিস টেবিল, ১৫ টি অফিস চেয়ার, ৫০ টি মেলামাইন প্লেট, একটি আলমারি, একটি কম্পিউটার, এক জোড়া গোল পোস্টের নেট, দুটি ট্রফি ও ব্যাংকে গচ্ছিত ৪হাজার ৯১৫ টাকাসহ আনুষাঙ্গিক ফাইলপত্র নতুন কমিটির নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি তাদেরকে সুযোগ দেওয়ার জন্য জেলার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক, বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ফুটবল প্রেমী ও সাবেক কৃতি খেলোয়াড়, জেলা আওয়ামীলীগের প্রাণপুরুষ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃতি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন , বর্তমান চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার বিচক্ষন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এবং ফুটবলের কৃতিপুরুষ সরোয়ার হোসেন মধু ওস্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে চুয়াডাঙ্গার ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি বলেন, গঠনতন্ত্র মোতাবেক দ্রুতই কমিটির পরিচিতি সভা ও লীগ পরিচালনা সম্পর্কিত উপকমিটি গঠন করা হবে। নবনির্বাচিত কমিটি ক্রীড়ার উন্নয়নে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করেন এবং ধন্যবাদ দেন। পরিশেষে নবনির্বাচিত কমিটি সকলকে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠান শেষ করেন।