আজ মঙ্গলবার | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের খবর
    • খুলনা
    • টট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • আরব
    • ইউরোপ
    • আফ্রিকা
    • জাতিসংঘ
    • লাতিন
    • অন্যান্য
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • আইন ও আদালত
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • ফিচার
    • সম্পাদকীয়
    • মুক্তমত
    • ফিচার
    • ভ্রমণ
    • স্বাস্থ্য কথা
    • ক্যারিয়ার
    • মিডিয়া
    • ইসলামীক জীবন
    • তথ্য প্রযুক্তি
    • নারীমঞ্চ
    • প্রবাস
    • শিল্প-সাহিত্য
শিরোনাম
  • ঈদের কেনাকাটায় যেসব বিষয় মনে রাখা জরুরি
  • মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!
  • বড় জয়ে মান রক্ষা করল পাকিস্তান
  • মোদির জন্মদিনে আনা চিতার মৃত্যু
  • নানা নাটকীয়তার পর পুলিশের খাঁচায় রনি
  • মাথাভাঙ্গা নদীতে ডুবে প্রাণে বাঁচলো শিশু ফারাজ
  • চুয়াডাঙ্গায় জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১শ’ টাকা নির্ধারন
  • বেশি দামে তরমুজ ও মুরগি বিক্রি; ৮ দোকানে জরিমানা
  • তিনদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
  • জামায়াতের পথের কাঁটা চরমোনাই পীর
  • প্রচ্ছদ » অর্থ-বাণিজ্য » হু হু করে বাড়ছে সব কিছুর দাম

    হু হু করে বাড়ছে সব কিছুর দাম

    অর্থ-বাণিজ্য, লিড | ৮:৫৫ পূর্বাহ্ণ, শুক্র, ৩ ফেব্রুয়ারি ২০২৩

    Share this…


    • Facebook


    • Messenger


    • Twitter


    • Linkedin

    নিজস্ব প্রতিবেদক:
    শুধু ভোগ্যপণ্যই নয়, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য যত পণ্য আছে, সে সব পণ্যের দামও হু হু করে বেড়ে গেছে। শুধু কি তাই? শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় ওষুধপত্রের দামও বাড়ছে; বাড়ছে শিশুপণ্যের দাম। পরিবহন ভাড়া ও পানির দাম গত বছরই এক লাফে অনেকটা বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে নির্মাণসামগ্রীর দামও। এই যখন দশা, তখন মাত্র ১৯ দিনের ব্যবধানে দুই দফায় বেড়েছে বিদ্যুতের দাম; গ্যাসের দাম। সব মিলিয়ে, সব কিছুরই মূল্য বৃদ্ধি পেয়েছে নাগামছাড়া। মূল্যবৃদ্ধির এ খড়গ এসে পড়েছে সাধারণ মানুষের ওপর। এমনিতেই চাপে আছে সাধারণ মানুষ। নতুন করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ জীবনযাত্রার ব্যয় লাগাতার বাড়লেও আয় সেই তুলনায় বাড়ছে না। নিম্নআয়ের মানুষ তো বটেই, মধ্যবিত্তরাও অতিরিক্ত খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন। মূল্যস্ফীতির চাপে ২০২২ সালটা সাধারণ মানুষের জন্য একদমই স্বস্তির ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বছরের শুরুতে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে। জীবনযাত্রার ব্যয়েও এর প্রভাব পড়বে। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, ২০২২ সালে জীবনযাত্রার ব্যয় ১০ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ২০২১ সালে এ ব্যয় বেড়েছিল ৬ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে জীবনযাত্রার ব্যয় ৩ দশমিক ১৬ শতাংশ বেশি বেড়েছে। কিন্তু সেই তুলনায় মানুষের উপার্জন বাড়েনি। ফলে ব্যয়ের সঙ্গে দৌড়ে কুলিয়ে উঠতে পারছে না আয়; হিসাব মেলাতে পারছেন না অধিকাংশ পরিবারের কর্তাব্যক্তি। বছরের শুরুতেই বেড়েছে বাড়ি ভাড়া। বাজারে চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস, ডিম, মসলা থেকে শুরু করে নিত্যব্যবহার্য সব পণ্যের দাম দফায় দফায় বেড়েছে। বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে অনেক পরিবারেই প্রতিদিনের খাদ্যতালিকায় কাটছাঁট করতে হচ্ছে। দরকারি ওষুধপত্রের দামও বেড়েছে। বেড়েছে শিক্ষা উপকরণের দাম। ফলে সন্তানের পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে যারা কষ্টেসৃষ্টে কিছু সঞ্চয় করেছিলেন, তাদের সেই সঞ্চয় ফুরিয়ে গেছে বাড়তি ব্যয় সামাল দিতে গিয়ে; ঋণগ্রস্তও হয়ে পড়ছেন কেউ কেউ। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় চলতি বছর মানুষের ওপর চাপ আরও বেড়ে যাবে। এ চাপ কতটুকু নেওয়া সম্ভব, সেটাই প্রশ্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন খাতের আয় বেড়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ, ২০২১ সালের ডিসেম্বরে এটি ছিল ৬ দশমিক ১১ শতাংশ। অন্যদিকে একই সময়কালে মূল্যস্ফীতির হার ৬ দশমিক শূন্য ৫ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৭১ শতাংশ হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় বেড়েছে শূন্য দশমিক ৯২ শতাংশ আর মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ। বিবিএসের হিসাব অনুযায়ী আয়ের চেয়ে ব্যয় ১ দশমিক ৭৪ শতাংশ বেশি বেড়েছে। অবশ্য বিবিএসের এসব তথ্য নিয়ে প্রশ্ন রয়েছে একাধিক বেসরকারি গবেষণা সংস্থার। তাদের মতে এ ব্যবধান আরও বেশি। এমন প্রেক্ষাপটে জানুয়ারিতে মাত্র ১৯ দিনের ব্যবধানে সরকার বিদ্যুতের দাম দুই দফায় প্রায় ১১ শতাংশ বাড়িয়েছে। সেই সঙ্গে শিল্প ও বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় তিনগুণ বাড়ানো হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পে বৃদ্ধির হার সর্বাধিক। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই গতকাল ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২১ দশমিক ৫৭ শতাংশ বাড়িয়েছে সরকার। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সব খাতেই ব্যয় বাড়ছে অর্থাৎ উৎপাদন খরচ বাড়ছে। কাজেই বাড়ছে পণ্য ও সেবার মূল্যও। এ মূল্যবৃদ্ধির খড়্গ এসে পড়ছে সাধারণ মানুষের কাঁধে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, গ্যাসের দাম বাড়ার কারণে রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি অভ্যন্তরীণ শিল্পপ্রতিষ্ঠানগুলোতেও উৎপাদন খরচ বেড়ে যাবে। এতে পণ্যের দামও বেড়ে যাবে। বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার একটু বেশি। এমন সময় জিনিসপত্রের দাম বাড়লে নিম্নআয়ের মানুষের জীবন আরও কঠিন হয়ে যাবে। ভোক্তা অধিকার সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, বলা হচ্ছে মাথাপিছু আয় বেড়েছে। তবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের তুলনায় উচ্চবিত্তের আয় অনেক বেশি। দিন দিন এ বৈষম্য বাড়ছে। অন্যদিকে ব্যবসায়ীদের লোভ বেড়ে চলেছে। অতি মুনাফার প্রবণতা দেখা যাচ্ছে। যা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এ রকম পরিস্থিতিতে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য কাল হয়ে এসেছে। তিনি আরও বলেন, মানুষের আয়-রোজগার যখন বাড়ে তখন নিত্যপণ্যের মূল্য বাড়লেও সহনীয় হয়। কিন্তু অনেক মানুষের আয়-রোজগার বাড়েনি। কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের অবস্থা বেশি সংকটাপন্ন। গত বছর খারাপ গেছে। কিন্তু এ বছর যে ভালো যাবে, তেমন কোনো আশার আলো দেখছি না। বাজার চিত্র বলছে, বর্তমানে আটা, ময়দা, তেল, ডাল, চিনি, দুধ, বিদেশি ফলসহ অনেক পণ্যই সীমিত ও স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে। সয়াবিন তেলের দাম অনেক আগেই তরতর করে লাফিয়ে অনেক বেড়ে গেছে, আর কমেনি। বেড়েছে আটা-ময়দার দামও। আমন চাল বাজারে উঠার পরও চালের দাম কিন্তু সেই চড়া-ই রয়ে গেছে, নিচে নামেনি বলা চলে। ডালের দামও বাড়তি। চিনির বাজারও হুট করেই এক লাফে সেই যে বেড়েছে, আর কমেনি। মার্চের শেষ সপ্তাহে শুরু হবে রমজান। অথচ আমদানি কম অজুহাতে এখনই বেড়ে যাচ্ছে খেজুরসহ বিদেশি ফলের দাম। অন্যদিকে পোল্ট্রি ফিডের দাম বাড়ায় বেড়েছে মুরগি ও ডিমের দাম। অনেক পরিবারের খাবারের মেনু থেকে গরুর মাংস কাটা পড়েছে অনেক দিন আগেই। ভাতের সঙ্গে পাতে সামান্য শাক-সবজির জোগান দিতেও অঙ্ক কষতে হচ্ছে নিম্নআয়ের পরিবারে। খেই হারিয়ে ফেলছে মধ্যবিত্তরাও। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার পর্যবেক্ষণ প্রতিবেদনেও উঠে এসেছে, বছরের ব্যবধানে সব ধরনের নিত্যপণ্যের দাম অনেক হারে বেড়েছে। সংস্থাটির গতকালের সর্বশেষ প্রতিবেদনে প্রয়োজনীয় দশটি পণ্যের এক বছরের মূল্য পর্যালোচনা করলে দেখা যায়, চালের (মোটা, মাঝারি ও সরু) দাম গড়ে ৩ দশমিক ৪৩ শতাংশ, আটার (খোলা ও প্যাকেট) দাম গড়ে ৬২ দশমিক ৫১ শতাংশ, সয়াবিন (খোলা ও বোতল) তেলের দাম গড়ে ১৫ দশমিক ১৬ শতাংশ, মসুর ডালের (বড়, মাঝারি ও ছোট দানা) দাম গড়ে ৭ দশমিক ৪ শতাংশ, চিনির দাম (খোলা) ৫০ দশমিক ৩৩ শতাংশ, পেঁয়াজের (দেশি) দাম ১৬ দশমিক ৬৭ শতাংশ, রসুনের দাম (দেশি ও আমদানিকৃত) গড়ে ১০০ শতাংশ, ডিমের (ফার্মের) দাম ২৬ শতাংশ, গরুর মাংসের দাম ২০ দশমিক ৩৪ শতাংশ এবং মুরগির (ব্রয়লার) দাম ২২ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। এ হিসাব অনুযায়ী গত এক বছরে দশটি পণ্যের দাম গড়ে ৩২ দশমিক ৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ছাড়া টিস্যু, টুথপেস্টের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গায়ে দেওয়া সাবান, নারিকেল তেল, হ্যান্ডওয়াশ, শ্যাম্পুসহ অন্যান্য নিত্যসামগ্রীর দামও ঊর্ধ্বমুখী। গুঁড়া দুধের দাম (চারটি ব্র্যান্ড) বছরের ব্যবধানে গড়ে ৩৪ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি ডায়াপার, ফিডারসহ অন্যান্য শিশুপণ্যের দামও বেড়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নানান জটিলতায় শিশুপণ্যের দাম বেড়েছে। এদিকে খাতা, কলম, পেনসিল ও স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণের দামও অনেক বেড়ে গেছে। তাই সন্তানের পড়াশোনার ব্যয় মেটাতে গিয়ে অতিরিক্ত চাপে রয়েছে সীমিত আয়ের মানুষ। করোনার প্রভাব কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্য, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যসামগ্রীর দাম ও জাহাজ ভাড়া বৃদ্ধি পেয়েছে। এতে আমদানিনির্ভর দেশগুলো বেশি বেকায়দায় পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর পর্যন্ত) দেশে আমদানি এলসি খোলা কমেছে প্রায় ১২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজারে বেশি দাম, ডলার সংকট, আমদানি কম- এসব কারণ দেখিয়ে আমদানিনির্ভর পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। আমদানি কমে যাওয়ায় রোজার আগেই বাজারে বিদেশি ফলের দামে আগুন। আপেল, কমলা ও আঙ্গুরের দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়তি। এমনকি, দেশি ফলের দাম পর্যন্ত অনেকের নাগালের বাইরে চলে গেছে। এদিকে আটা-ময়দা, তেল, চিনিসহ নিত্যপণ্যের পাশাপাশি বিদ্যুৎ ও এলপি গ্যাসের দাম বাড়ায় রেস্তোরাঁর খাবার ও বেকারি পণ্যের দামও বেড়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেন এবং বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি জালাল উদ্দিন জানান, এর আগেও এক দফা খাদ্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় আরেক দফা হয়তো বাড়াতে হবে। তারা এমনটাই ভাবছেন বলে জানান। গ্যাসের দাম বাড়ার ঘোষণায় রডের দামও লাফিয়ে বাড়ছে। টিসিবির পর্যবেক্ষণ বলছে, সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম টনপ্রতি আড়াই হাজার থেকে ছয় হাজার টাকা বেড়েছে। বছরের ব্যবধানে মানভেদে (৪০ ও ৬০ গ্রেড) রডের দাম গড়ে ১৮ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রীর দামও বাড়ছে। যারা জীবনযাত্রার ব্যয় মিটিয়ে অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন, বাড়ি করার স্বপ্ন নিয়ে, তাদের সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে মূল্যবৃদ্ধির আগুনে।

    এরকম আরো নিউজ

    মোদির জন্মদিনে আনা চিতার মৃত্যু

    রোডম্যাপের পর ফের সংলাপে যাচ্ছে ইসি

    মুড়ির উৎপাদন বেশি, দামও বেশি

    মহান স্বাধীনতা মাসে বাংলাদেশের দারুণ জয়

    পোল্ট্রির বাজারে কর্পোরেট কোম্পানির কালো থাবা

    যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা

    স্বাধীনতার বায়ান্ন বছর

    দ্রব্যমূল্যের বাজারে বিনা লাভের দোকান

    ২৩০ কোটি মানুষ সুপেয় পানি পাচ্ছে না

    মূল্য তালিকার সাথে বাস্তব মূল্যের বিস্তর ফারাক

    বয়স্ক-প্রতিবন্ধী হয়েও পান না ভাতা, স্বচ্ছলদের পকেটে সরকারি টাকা

    ৮ মাসে ২১ হাজার কোটি টাকার কৃষি ঋণ

    সর্বশেষ খবর সর্বপঠিত খবর
    • ঈদের কেনাকাটায় যেসব বিষয় মনে রাখা জরুরি

    • মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!

    • বড় জয়ে মান রক্ষা করল পাকিস্তান

    • মোদির জন্মদিনে আনা চিতার মৃত্যু

    • নানা নাটকীয়তার পর পুলিশের খাঁচায় রনি

    • মাথাভাঙ্গা নদীতে ডুবে প্রাণে বাঁচলো শিশু ফারাজ

    • চুয়াডাঙ্গায় জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১শ’ টাকা নির্ধারন

    • বেশি দামে তরমুজ ও মুরগি বিক্রি; ৮ দোকানে জরিমানা

    • তিনদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

    • জামায়াতের পথের কাঁটা চরমোনাই পীর

    • শেখ হাসিনাকে বাইডেনের চিঠি

    • রোডম্যাপের পর ফের সংলাপে যাচ্ছে ইসি

    • মুড়ির উৎপাদন বেশি, দামও বেশি

    • মহান স্বাধীনতা মাসে বাংলাদেশের দারুণ জয়

    • যুক্তরাষ্ট্রকে ধূলিসাৎ করে দেওয়ার হুমকি রাশিয়ার

    • আইফোনকে ছাড়িয়ে যেতে চায় নোকিয়া

    • নিরাপদ খাদ্যের জন্য সড়কে নায়ক ফেরদৌস

    • বিএনপি এ দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংস করেছে : কাদের

    • আজওয়া খেজুরের উপকারিতা নিয়ে যা বলেছেন নবীজি

    • রোজা রেখে যে ৫ কাজ করবেন না

    • মসজিদে পোজ দিয়ে ছবি তুলে ট্রলড ভারতীয় নায়িকা

    • টি-টোয়েন্টি লড়াই, এগিয়ে বাংলাদেশ

    • রাশিয়ার ৪০০ কিমি ভেতরে ইউক্রেনের ড্রোন, গুলি করে নামাল মস্কো

    • পোল্ট্রির বাজারে কর্পোরেট কোম্পানির কালো থাবা

    • যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা

    • খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও বাড়ল

    • পাওয়ার ট্রিলারের ধাক্কা বাবার সামনেই লাশ হলো ছেলে

    • চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা দিবসে জেলা যুবলীগের আয়োজন

    • দর্শনা-দামুড়হুদা-আলমডাঙ্গা-তিতুদাহ- নাটুদাহতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপির নানা কর্মসূচি

    • চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    • দামুড়হুদায় বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সংবর্ধনা

    • জীবননগরে ওষুধ ফার্মেসিতে চুরি

    • এতিম শিশুদের নিয়ে পুনাকের ইফতার

    • চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    • সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

    • মহান স্বাধীনতা দিবসে আসাদুল হক বিশ্বাসের দিনব্যাপী আয়োজন

    • হাসপাতালে রোগীদের ফ্রি ইফতার ও সেহরি দেবে ‘মেহমান খানা’

    • হ্যালো মান্ডে সিজন-২৯

    • ঈদের নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’

    • পশ্চিমা অস্ত্র না পেলে পাল্টা-হামলা চালাবে না ইউক্রেন

    • স্বাধীনতার বায়ান্ন বছর

    • স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    • শপথের আগেই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান

    • দ্রব্যমূল্যের বাজারে বিনা লাভের দোকান

    • স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’

    • চুয়াডাঙ্গার আদালত চত্বরে যুবককে অচেতন করে ইজিবাইক নিয়ে চম্পট

    • কুচকাওয়াজস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

    • চ্যাম্পিয়ন আদর্শ বালক উচ্চ বিদ্যালয়

    • জীবননগরে ৭টি স্বর্ণের বারসহ আটক পাচারকারী আটক

    • চুয়াডাঙ্গায় শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে দুদক

    • আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

    • দীর্ঘ ৫২ বছর পর আপন ঠিকানায় আওয়ামীলীগ

    • চুয়াডাঙ্গায় নদী-খালের মাটি বিক্রি যাচ্ছে ইট ভাটায়, ধোরাছোঁয়ার বাইরে মাটিখেকোরা

    • সংকটে পাশে নেই তারা

    • ভাল নেই চুয়াডাঙ্গা

    • চুয়াডাঙ্গা পৌর নির্বাচন: সাবেক-বর্তমান নয়, মেয়র হবেন নতুন মুখ

    • উত্তাপ নেই নির্বাচনে….

    • রেকর্ড উৎপাদন তবুও চুয়াডাঙ্গায় লোডশেডিং

    • অভিশপ্ত বেকারত্ব জয় করার উদাহরণ শারমীন…

    • বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর খুলনা বিভাগীয় উপ কমিটি ঘোষণা

    • গাংনীর চোখতোলা-ধর্মচাকী রাস্তার কার্পেটিংয়ে বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহারের অভিযোগ; কাজ শেষ না হতেই উঠে পড়ছে খোয়া

    • ভাল নেই মেহেরপুরের বাঁশের কারিগররা

    • ‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

    • চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬টি গাঁজা গাছসহ মাদকব্যবসায়ী আটক

    • এক সপ্তাহের মধ্যে ভাস্কর্যের সমস্যার সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

    • জুম মিটিংয়ে খরচ ৫৭ লাখ : সচিবের লিখিত ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

    • আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ফার্মেসীকে জরিমানা

    • শিগগিরই এইচএসসিতে ভর্তি শুরু হবে: শিক্ষামন্ত্রী

    • দীপ্ত কৃষি ১০০০তম পর্বে  

    • হলি আর্টিজানে হামলার ৪ বছর, নিহতদের ফুলেল শ্রদ্ধা

    • দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি

    • করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

    • আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর

    • চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

    • চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

    • করোনা মোকাবিলা করতে পারেন নাই

    • ঢাকার পথে লতিফুর রহমানের মরদেহ

    • গাংনীতে বেসরকারী সংস্থা মউকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    • ৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

    • ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন

    • শীতে মুখের সাথে পায়ের যত্ন নেয়াও জরুরি

    • বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

    • ভাস্কর্য হবেই; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের চরম মূল্য দিতে হবে: কাদের

    • চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

    • দিল্লির উৎসবে ঢাকার পাঁচ ছবি

    • একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

    • ২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু: মন্ত্রিপরিষদ সচিব

    • ৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

    • অবশেষে গ্রেপ্তার সাবরিনা, সাহেদ কোথায়?

    • বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে বাংলাদেশ

    • মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের

    • করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

    • মাস্ক পড়ে যত্ন নিবেন কিভাবে

    • জিয়ার আদর্শকে হত্যা করা যায়নি: রিজভী

    • দিল্লির চিঠি ভারতকে বাংলাদেশের কাছ থেকেও শিখতে হবে

    • মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে

    • রিজভী বলেন, বাংলাদেশের কোথাও নিরাপত্তা নেই। বিরোধী মত,

    • সিলেটের এমসি কলেজে গণধর্ষণ: ৮ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে চার্জশিট

    • মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

    এডিটর ইন চিফ: জান্নাতুল আওলিয়া নিশি
    © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আকাশখবর
    news.akashkhabar@gmail.com

    ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট - বন্ধন ওয়েব সলুশ্যন

    Scroll
    অনুবাদ »