নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নেশার ইনজেকশনসহ ৪জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে মুক্তিপাড়া ও দৌলতদিয়াড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ নেশার ইনজেকশন বুপ্রেনরফাইনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মুক্তি পাড়ার মৃত মানিক আলীর ছেলে মান্নান (৩৫), দৌলতদিয়ার দক্ষিণপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মানিক (৪০), একই পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে নাসির (৫০), দৌলতদিয়ার চুনুরী পাড়ার মৃত মতলেবের ছেলে তোতা (৪৫)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় শহরের মুক্তিপাড়ায় অভিযান চালালে নিজ বাড়ি থেকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মান্নাকে গ্রেফতার করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আরেকটি অভিযানে মাথাভাঙ্গা ব্রীজের পশ্চিম পাশে ব্রীজের নিচ থেকে ১ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মানিককে গ্রেফতার করা হয়। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দৌলতদিয়াড় চুনুরী পাড়ায় অভিযান চালালে সাদ্দাম হোসেনের ইলেকট্রনিক্সের দোকানের সামনে থেকে ১ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ নাসিরকে গ্রেফতার করা হয়। নাসিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই এলাকায় অভিযানে নিজ বসত বাড়ি থেকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।