জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজন উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, জেলা ইসলামী ফাউন্ডেশনের হিসাব রক্ষক আব্দুস সোবহান, হাসাদহ মডেল ফাজিল মাদ্রাসার অধ্যাপক মা.আক্তারুজ্জামান, জীবননগর থানার সাব-ইন্সপেক্টর হাসনাইন প্রমূখ। এছাড়াও কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের পাশাপাশি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও বয়স্ক কেন্দ্রের শিক্ষক -শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আব্দুল হাকিম।