নিজস্ব প্রতিবেদক:
মশার যন্ত্রণা থেকে এবার কিছুটা হলেও রেহাই পাবে পৌরবাসী। গ্রীষ্মমৌসুম শুরুর সাথে সাথে চুয়াডাঙ্গা পৌরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌরসভা মশক নিধন কর্মসুচী শুরু করেছে। সকাল সাড়ে ৬টায় পৌরসভা চত্বরে মশক নিধন কর্মসুচীর উদ্বোধন করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গা পৌরসভাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে সকল ওর্য়াডের কাউন্সিলর ও সংশ্লিষ্ট বিভাগের কমর্র্কতা-কর্মচারীদের সমন্বয়ে কমিটি করা হয়েছে। এই কমিটি পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল পাড়া-মহল্লায় সকাল ও বিকেল দুটি শিপ্টে মশক নিধন কার্যক্রম চলাবে। এতে পৌরবাসীর মশার যন্ত্রণা থেকে কিছুটা হলেও স্বস্থি মিলবে।
৯টি ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা (সংরক্ষিত) কাউন্সিলর,পৌর কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে নির্দেশনা মুলক কথা শেষে ফোগার মেশিন দিয়ে মেয়র নিজেই মশা নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ সুলতানারা রতœা,১নং ওর্য়াড কাউন্সিলর মুনছুর আলী মনো,৫নং ওর্য়াড কাউন্সিলর মুন্সী আলাউদ্দিন আহম্মেদ, ৬নং ওর্য়াড কাউন্সিলর ফরজ আলী শেখ,৭নং ওর্য়াড কাউন্সিলর উজ্জল হোসেন,৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান (চাঁদ)সহ পৌর কর্মকর্তা-কর্মচারীগন।
পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে মশক নিধনের কাজ লাগতার ৭দিন চললেও এ কর্মসুচী চলমান থাকবে। সেই সাথে জরুরী অবস্থা মোকাবেলা করার জন্য দুটি হট লাইন চালু করা হয়েছে। এ বিষয়ে দ্রুত সেবা পেতে কনজারভেন্সি ইন্সপেক্টও যুবায়ের রহমান ও ০১৭৪৪৯৪৫৯৪৩ মোবাইল নম্বরে পৌর নাগরিকগন যোগাযোগ করতে পারবেন।